Learn More About Fiverr with Moin

একজন টপ রেটেড ফাইভার সেলার হিসেবে আমার ৫ বছরের অভিজ্ঞতা এবং ৪ বছরের মেন্টরিং দক্ষতা থেকে সাজানো একটি কোর্স।

যার কাছ থেকে শিখতে যাচ্ছেন তার পরিচয়।

আমি ২০১৭ সাল থেকে ফাইভার মার্কেটপ্লেস এ গ্রাফিক ডিজাইনার হিসেবে ফ্রিল্যান্স ক্যারিয়ার শুরু করি এবং  দেড় বছরেরর মধ্যেই ২০১৯ সালের ফেব্রুয়ারী মাসে  টপ রেটেড নমিনেশন পাই। এবং বর্তমাসে টপ রেটেড সেলার হিসেবে মার্কেটপ্লেস এ একজন গ্রাফিক ডিজাইনার এবং ওয়েবসাইট মেকার হিসেবে কাজ করে যাচ্ছি। 
তবে প্রফেশনাল মেন্টর এবং ক্যারিয়ার কোচ হিসেবে যাত্রা শুরু করি ২০১৮ সালে লেভেল টু থাকা অবস্থায়। কোডম্যানবিডি এর মাধ্যমে গ্রাফিক ডিজাইন ট্রেইনর হিসেবে যাত্রা শুরু করি এবং যেহুতু টিউটর হিসেবে আগেই অভিজ্ঞতার ঝুলি বিশাল বড় এই সেক্টর এও শিক্ষার্থীদের খুব কাছাকাছি গিয়ে শেখাতে পেরেছি বলে আমি মনে করি । 
২০১৮ সালের নভেম্বর মাসে আমি প্রথম ফাইভার ক্রাশ কোর্স নেই যেই ব্যাচ থেকে ৮৭% শিক্ষার্থী ফাইভার এ প্রথম কাজ পাওয়ার মাধ্যমে জার্নি শুরু করে। এবং আলহামদুলিল্লাহ তাদের মধ্যে অনেকেই এখন টপ রেটেড সেলার বা প্রোফাইলে ৫০০+ রিভিউ এর অধিকারী। 

তাদের এই সফলতাই পরবর্তীতে আমাকে মেন্টরিং প্রফেশন ধরে রাখতে অনুপ্রেরণা দেয়। তবে আমি সর্বদাই চেষ্টা চালিয়ে গিয়েছি নিজে নতুন কিছু শিখে তা সহজ এবং সংক্ষিপ্ত ভাবে তাদের বোঝাতে । 
আলহামদুলিল্লাহ এ পর্যন্ত ১০০০+ শিক্ষার্থীকে শেখানোর সুযোগ হয়েছে যাদের মধ্যে টপ রেটেড ব্যাজ সহ নূন্যতম একটি ব্যাজ রয়েছে এমন শিক্ষার্থীর সংখ্যা ৪০০+ । এদের মধ্যে অনেকেই মাসিক ৬ ডিজিট অতিক্রম করে সফলতার সাথে ফ্রিল্যান্সিং কে ক্যারিয়ার হিসেবে বেছে নিয়েছে।
ধন্যবাদ এত বড় রচনা পড়ার জন্য।

ফাইভারে সফলতার জন্য যা যা প্রয়োজন বলে আমি মনে করি

ধৈর্য্য সহকারে  সঠিক জ্ঞান এবং তার চর্চাই এনে দিতে পারে ফাইভারে সফলতা… 

দক্ষতা অর্জন এবং তা বিক্রি কখনই এক জিনিস নয়।

ধরেন একজন সুদক্ষ কামার হয়তো কোনো এক এলাকায় অন্য কোনো কামার না থাকায় বা অল্প কম্পিটিশনে ২-১ জন মানুষকে ভালো সেবা দিয়ে সুনাম কুড়িয়ে আস্তে আস্তে নিজের সফল ব্যবসা দাড় করিয়েছে। কিন্তু সে যা শিখতে পারেনি তা হলো অতিরিক্ত কম্পিটিশনে বা যেকোনো পরিস্থিতিতে কিভাবে বিক্রি করতে হয়।  যদি অন্যত্র যায় একই কামার কিন্তু অন্য জায়গায় বিক্রি নাও পেতে পারে। কারণ সে হয়তো অনেক অভিজ্ঞ কিন্তু বিক্রি করার জন্য এবং তার প্রচারণার জন্য যা প্রয়োজন তা সে শিখেনি। আমার কাছে ফাইভারকেও একটা ব্যবসা মনে হয়। এখানে লম্বা সময় টিকে থাকতে সঠিক জ্ঞান প্রয়োজন। 

যা যা শেখা প্রয়োজনঃ

এই কোর্সে যা যা থাকে

ক্লাস ১ঃ  পরিচিতি পর্ব

পরিচিতি

– শিক্ষার্থীদের মোটিভেট করে কোর্সের লক্ষ্য নির্ধারণ করি ফলে দ্রুত সফলতা আসে।  

ক্লাস ২ঃ ব্রান্ডিং

সেলফ ব্রান্ডিং

– একজন ফ্রিল্যান্সারের সেলফ ব্রান্ডিং এবং পোর্টফলিও নিয়ে আলোচনা করার চেষ্টা করি। 

ক্লাস ৩ঃ ফাইভার নিয়ে আলোচনা

ফাইভার পরিচিতি

– ফাইভার সম্পর্কে খুটিনাটি আলোচনা যা একাউন্ট খোলার আগে জানা প্রয়োজন । 

ক্লাস ৪ঃ  নিয়মনীতি

ফাইভারের নিয়ম

– মার্কেটপ্লেস এর জরুরী নিয়মনীতি  সম্পর্কে আলোচনা । কি করা যাবে কি করা যাবেনা ।

ক্লাস ৫ঃ  কিওয়ার্ড রিসার্চ

নিশ ও কিওয়ার্ড

– কিওয়ার্ড রিসার্চ , থাম্বনেইল নিয়ে আলোচনা

ক্লাস ৬ঃ গিগ তৈরী

পরিপূর্ণ গিগ তৈরী

– SEO অপ্টিমাইজড গিগ খোলা এবং সার্চ রেজাল্ট ইন্ডেক্স করা

ক্লাস ৭ঃ প্রেজেন্টেশন

বিশ্বস্ত হওয়া

– নিজের প্রোফাইল নিজেই বিশ্বস্ত হিসেবে জাজ করা যাতে দ্রুত অর্ডার পাওয়া যায় ।

ক্লাস ৮ঃ  বায়ার ধরা

বায়ার রিকোয়েস্ট

– ইউনিক প্রপোজাল লেখা + বায়ার এর মনমানসিকতা বোঝার জন্য টিপস

ক্লাস ৯ঃ এপ্লিকেশন পরিচিতি

ফিচারস পরিচিতি

– ফাইভার এর সকল পেজ পরিচিতি + কমিউনিটি বিল্ডাপ

ক্লাস ১০ঃ নেগোশিয়েসন

দামাদামি করা

– বায়ারের সাথে কারেজ এবং কনসিডারেশন ঠিক রেখে দামাদামি করা। { কমিউনিকেশন }

ক্লাস ১১ঃ রে-কমিউনিকেশন

কমিউনেশন

– রেগুলার কমিউনিকেশন যা ইনশাআল্লাহ্‌ আপনার সেলস বাড়াতে সাহায্য করবে 

ক্লাস ১২ঃ  কুইক রিভিউ

কিছু টিপস

– স্পেশ্যাল টিপস, ট্রিকস এন্ড সেইল মেইন্টেইন করা নিয়ে আলোচনা 

কিছু কমন ব্যাপার নিয়ে আলোচনা করা হবে যেমন । 🔥🔥 গিগ রেংক ফল, 🔥🔥 ইম্প্রেশন এর গুরুত্ব, 🔥🔥ইম্প্রেশন ফল করা , 🔥🔥ইম্প্রেসন কিভাবে বাড়ানো যায়, 🔥🔥সেল জেনারেট করা , 🔥🔥সেল মেইন্টেইন করা, 🔥🔥গিগ রেংকিং ফ্যাক্টর , কমিউনিকেশন হ্যাকস ইত্যাদি

কিছু সাধারণ জিজ্ঞাসা

৪ বছর ধরে মেন্টরিং করায় কিছু প্রশ্ন বা জিজ্ঞাসা পেয়েছি যা বারবার আসে তাই এখান থেকেই উত্তর খুজে নিলে আমাদের দুজনেরই সময় বেচে যাবে। 

সিট থাকা সাপেক্ষে ২০ মার্চ পর্যন্ত ভর্তি নেয়া হবে এরপর গ্রুপে এড করা হবে এবং মার্চেই ক্লাস শুরু হবে 

৩০৬০ টাকা এবং সম্পূর্ন একসাথে পে করতে হবে 

সরাসরি আমাকে ফেসবুকে ইনবক্স করতে পারেন অথবা
নাম্বারে বিকাশ অথবা রকেটের মাধ্যমে পে করে ট্রানঞ্জেকশন আইডি সহ এই ফর্ম টা পূরণ করুনঃ
বিকাশঃ 01648383151 (পার্সোনাল)
রকেটঃ 01734140198 (পার্সোনাল)
Form: https://forms.gle/dsqabwF3hZc67upw5

যেহুতু পার্সোনাল নাম্বার তাই সেন্ড মানি করতে হবে। 

যাদের নিজেকে আন্তর্জাতিক পর্যায়ে বিক্রি করে দেওয়ার মতো নূন্যতম যোগ্যতা আছে তারা করতে পারবে অর্থ্যাৎ আপনার এমন কোন স্কিল থাকতে হবে যা ভার্চুয়ালি বিক্রিযোগ্য। যেমনঃ গ্রাফিক ডিজাইন, ওয়েব ডিজাইন, ডিজিটাল মার্কেটিং ইত্যাদি। 

আমি লাইফটাইম সাপোর্টের গ্যারান্টি দেইনা বা দিচ্ছি না। এমনকি আমার এত শিক্ষার্থীদের প্রয়োজনও পড়েনি। কারণ আপনি আমার কাছ থেকে সাপোর্ট চাচ্ছেন তাই আমি মনে করি আমার উচিত আপনাকে রিপ্লাই দেওয়া। যেহুতু আমি মানুষ এবং নিজেরও ব্যস্ততা আছে। তাই ফ্রি সময়ে গ্রুপ এবং মেনশন গুলো চেক করি শুধু । আপনি চাইলে আপনার ব্যাচ গ্রুপে পোস্ট বা ম্যাসেঞ্জার গ্রুপে প্রশ্ন করতে পারবেন। বা সমস্যা জানাতে পারবেন। 

কাজ জানা এক জিনিস আর নিজের সময়কে বিক্রি করা আরেক জিনিস। নিজের সময় বিক্রি করা শেখার জন্য। 

যদি মনে করেন আরেকজনের পার্সপেক্টিভ থেকে জানার দরকার আছে, শেখার দরকার আছে তাহলে করবেন নতুবা নয়। আপনি টপ রেটেড সেলার হলেও আমার কোর্স ও ওয়েলকাম কারণ একেকজনের অবজার্ভেশন একেকরকম তবে কোর্স নতুনদের কথাও বিবেচনায় রেখে। সেটা আপনার মাথায় রাখতে হবে। 

কারণ আমি নিজেও একজন অভিজ্ঞতাসম্পন্ন ফ্রিল্যন্সার। ১০০০+ শিক্ষার্থী ট্রেইন করেছি। প্রচুর মানুষের ক্যারিয়ার গড়তে হেল্প করেছি। আপনি আমার শিক্ষার্থীদের সফলতা গ্রুপে দেখতে পারবেন (যদিও তারা এখন চুপচাপ আমি দেড় বছর মেন্টরিং এ না থাকায় )

আমাকে ফেসবুকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে একটা ম্যাসেজ দিয়ে রাখুন । যাতে গ্রুপে এড করতে আপনি নোটিফিকেশন পেয়ে যান। ভর্তি ক্লোজ করা পর্যন্ত অপেক্ষা করুন এবং আমাদের পেজে নজর রাখুন । 

সফলতার একাংশ

ওয়েবপেজ ভারি হয়ে যাওয়ার ভয়ে কখনোই সব স্ক্রিনশট দেয়া সম্ভব হবেনা। আবার আমিও একটু অলস তবে এখানে কিছু শিক্ষার্থীর সফলতা দেখতে পারে। আপনি চাইলে কোর্সটি নিয়ে থ্যাঙ্ক ইউ মঈন ভাইয়া সিরিজে যুক্ত হয়ে যেতে পারেন। আমিও আপনাকে এভাবে দেখতে চাই।